
স্পেন ও বার্সেলোনার উঠতি ফুটবল প্রতিভা লামিনে ইয়ামাল এখনো ১৮ পূর্ণ করেননি, অথচ এরই মধ্যে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জেতা ও স্পেন জাতীয় দলের হয়ে ইউরোতে খেলার অভিজ্ঞতা তাকে ফুটবল জগতের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। এমনকি তার বয়সে ব্যালন ডি’অর জয়ের আলোচনা এখন আর কল্পনাও নয়।
তবে মাঠের এই উজ্জ্বলতা মাঠের বাইরের বিতর্কে কিছুটা ম্লান হয়ে উঠছে। সম্প্রতি একাধিক ব্যক্তিগত সম্পর্ক ও গুজব নিয়ে আলোচনায় উঠে এসেছেন ইয়ামাল। কিছুদিন আগে ৩০ বছর বয়সী অনলাইন প্ল্যাটফর্ম ‘অনলিফ্যানস’-এর একজন মডেল ফাতি ভাজকেজের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ইউরোপীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ইয়ামালের ঘনিষ্ঠ সূত্র থেকে দাবি করা হয়েছে, তাদের মধ্যে কোনো প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ক নেই।
এছাড়াও, সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা ক্লদিও বাভেলের সঙ্গেও ইয়ামালের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। ইয়ামাল নিজেই বলেছিলেন, বাভেল তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি সাড়া দেননি এবং কখনো সাক্ষাৎও করেননি।
তবে এবার উল্টো দাবি করেছেন বাভেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে তিনি জানিয়েছেন, ইয়ামালই তাকে বারবার বার্তা পাঠিয়েছিলেন এবং দেখা করার অনুরোধ করেছিলেন। এমনকি বাসায় আসার আমন্ত্রণও জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। বাভেলের ভাষ্যমতে, ইয়ামালের বয়স কম হওয়ায় তিনি এসব প্রস্তাবে সাড়া দেননি।
বাভেল বলেন, “আমি কখনোই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু যেহেতু ইয়ামাল প্রকাশ্যে মন্তব্য করেছে, তাই কিছু সত্য প্রকাশ করতেই হচ্ছে। সে দাবি করেছে, সে তার বাবা-মায়ের সঙ্গে থাকে, বাস্তবে সে একাই থাকে। সে বলেছে আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, অথচ বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি বলেছিলাম, তুমি অনেক ছোট, এটা ঠিক হবে না।”

বিতর্কের মুখে ভবিষ্যতের সম্ভাবনা
তরুণ বয়সেই বিতর্কের মুখোমুখি হওয়া লামিনে ইয়ামালের জন্য বড় একটি চ্যালেঞ্জ। ফুটবলের মতো প্রতিযোগিতামূলক এবং নজরকাড়া এক জগতে তার মতো তরুণের এমন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ ও পরিপক্ব আচরণ খুবই জরুরি। মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানো ইয়ামাল কতটা পরিণতভাবে এসব বিতর্ক মোকাবিলা করেন, সেটাই এখন কৌতূহলের বিষয়।
বার্সেলোনা তাকে ভবিষ্যতের “নাম্বার ১০” হিসেবে দেখছে। সেই দায়িত্ব শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও যথার্থ আচরণ ও জীবনধারার মধ্য দিয়ে তুলে ধরতে হবে—এটাই প্রত্যাশা ভক্ত, ক্লাব এবং দেশের।